চিকিৎসা নাচ

আমাদের আজকের আলোচনার বিষয় -চিকিৎসা নাচ।যা “সারা বিশ্ব জুড়ে নাচ” খন্ডের অন্তর্ভুক্ত।

চিকিৎসা নাচ

 

চিকিৎসা নাচ

 

রোগ সারাতে চক্র-নাচের সঙ্গে সম্পর্কযুক্ত হের্ষোৎফুল্ল জগতে দৃশ্যমান মানসিক অবস্থা প্রচুর প্রভাব বিস্তারকরে। নাচুয়ে অথবা দলবদ্ধ নাচের প্রধান ধূর্ত ব্যক্তি, যাদুকারী, কবিরাজ, ভূতাবিষ্ট, অতীন্দ্রিয় দ্রষ্টা, ভবিষ্য দ্রষ্ট, স্বাভাবিক কারণে নিয়োগ পায়, প্রায় অর্ধ মানসিক প্রবৃত্তি অতীন্দ্রিয় প্রভাব ধারণ করে, সে কেন্দ্রীভূত ও নিজের মধ্যে গোষ্ঠীর মোহাবিষ্ট ক্ষমতা অলৌকিক পর্যায়ে সঞ্চার করে।

শারীরিকভাবে প্রত্যক্ষের বাইরে সে কাল্পনীক অতীত ও ভবিষ্যতের দিকে দৃষ্টি আবদ্ধ রাখে। মানুষের ক্ষতিকারক অপশক্তির হুমকি এবং তার বিরুদ্ধে সংগ্রামে যতক্ষণ না সে ভিকটিমকে (ক্ষতিগ্রস্তকে) ত্যাগ এবং মুক্ত না করে সে তার উপর কর্তৃত্ব খাটায় । চিকিৎসা-নাচ তার সবচেয়ে প্রত্যক্ষ প্রকাশের মাধ্যম।

কৃত্রিম বা অনুকরণাত্মক কৃষ্টির ধারায় এই রকম খাঁটি নাচের ছবি প্রায় একই রকম। রোগীকে মাঝখানে রেখে চারদিকে ঘিরে হর্ষোৎফুল্লরত নাচুয়েগণ যতক্ষণ রোগ পরাভূত, দূরীভূত অথবা তাদের আয়ত্তে এনে রোগমুক্ত না করতে পারবে ততক্ষণ সেই অবস্থায় থাকে।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

ভেড্ডা নাচ পূর্বের পাতা ১২ তে উল্লেখ্য আছে সেটা একটা পূর্ণ উদাহরণ হিসাবে বিবেচনা করা যায় যদিও ভেড্ডাদের মধ্যে অল্পকিছু কৃত্রিমতা আছে। উনবিংশ শতাব্দীর শেষ প্রান্তে এসে এটা ভাবা কঠিন হবে যে ঘটমান ঘটনা আরো চককপ্রদ যেমন ফরাসীদের গ্রাম অঞ্চলে অবিচ্ছন্ন আদিমতা প্রচলিত পাশাপাশি প্রত্নপ্রস্তর যুগের পিগমি কৃষ্টিও বিরাজমান : সিনে-এট-ওয়েসী ডিপার্টমেন্টে হারনিয়া আক্রান্ত শিশুকে ওক গাছের নিচে নিয়ে মেয়েরা তার চার পাশে নাচতে থাকে ।

অন্য কৃষ্টি বলয়ে জঙ্গলী হর্ষোল্লাস প্রায় কবরের নিঃস্তব্ধতা বয়ে এনে দেয়। এইরূপ স্লিবিসে (নেনাং) স্বতঃস্ফূর্ত শোভাযাত্রায় নারী-পুরুষ পবিত্র লাল; ফুলেরমালা মাথায়, নাচুয়েদের হাত সম্মুখের জনের কাঁধে, শরীর সামনে পিছনে ঝাঁকাতে থাকে এবং রোগীকে ঘিরে পরিমিত ছন্দে আস্তে আস্তে ঘুরতে থাকে।

চক্রের মাঝখানে রোগী মাদুরে উবু হয়ে বলে থাকে। মানব জাতির মাপকাঠির একটু উঁচুকরা যাবে না, নাচুয়েগণ ফুলের পরিবর্তে গাছের ডাল ধারণ করে সেই একই ডাল-পালা যা উর্বরতা (ফসল কামনা) নাচে প্রায়ই দোলান হত। পক্ষান্তরে রোগী নিজেই নিরাময়ের জন্য নাচে।

 

চিকিৎসা নাচ

 

গ্রান চ্যাকোর টোবার অসুস্থ নারীগণ দ্রুত থেকে দ্রুততর নাচে এবং তাদের মাঝে রেখে শহরের অধিবাসীগণ গোল হয়ে বসে ও গান গায় যতক্ষণ রোগের অপশক্তি পলায়ন না করে তাদের মধ্যে একজন জ্বলন্ত কাষ্টদন্ড দিয়ে অপশক্তিকে তাড়া করে বনে পাঠায়ে দেয়।

উত্তর আমেরিকায় এটা সমান্তরালে চলে। উথে উদাহরণ স্বরূপ বলা যায় সূর্যদন্ডের চারদিকে ঘিরে নেচে বাত রোগ সারাবার শক্তি অর্জন করে। এমনকি ইউরোপে ও রুমানিয়াতে রোগ নিরাময়ের জন্য নাচ করা হয়ে থাকে।

আরও দেখুনঃ

Leave a Comment