যুগল নাচ

আমাদের আজকের আলোচনার বিষয় – যুগল নাচ।যা “সারা বিশ্ব জুড়ে নাচ” খন্ডের অন্তর্ভুক্ত।

যুগল নাচ

 

যুগল নাচ

 

নাচের একটা খুবই গুরুত্বপূর্ণ গঠনশৈলী যুগল নাচ চলে আসছে বর্তমানকালের ইউরোপ অবধি, যেটা নিশ্চিতভাবে ধরা হত আদিম মানুষের জানার একেবারে বাইরে ছিল। এমনকি (ডরডগেন) কমব্যারিলস্ গুহা প্রাচীন প্রস্তর যুগের প্রতিনিধিত্ব করে, সেখানে নাচের মধ্যে পুরুষ-লিঙ্গের মুখোশ নারীকে অনুসরণ করে এমন অনুকৃতি আছে।

যুগল নাচ দুই মূল শিল্পউপাদনের ভিত্তির উপর বিদ্যমান তার একটা আধ্যাত্মিক বা নাক্ষত্রিক । ম্যাক্সিকোন কোরাদের মধ্যে একটা ছোট মেয়ে পৃথিবীর মাতৃত্বের প্রতিনিধিত্ব করে এবং একটা বালক শুকতারা প্রতিনিধিত্ব করে গীর্জায় বা অন্য কোথাও নাচে।

আমরা অনেক চাঁদ-নাচে খুবই অভিভূত হয়ে দেখি যে সংঘবদ্ধ-নাচ, যুগল নাচে রূপান্তরিত হয়ে পারে। এখানের জন্য আমরা দ্বৈত চেতনার কাজ করছি : পূর্ণিমা ও আমাবস্যার চাঁদ প্রতিটা সারির নাচুয়ে প্রতিনিধিত্ব করে এবংএকই সময় প্রত্যেক নাচুয়ে একক ভাবে।

এইরূপে যেটা উত্তর-নিউ আয়ারল্যান্ডে আসে, সংঘবদ্ধ সারির মধ্য থেকে প্রত্যেক দুই নাচুয়ে পরস্পর পরস্পরের দিকে ঘুরে এবং ক্রমাগত নাচতে থাকে “যতক্ষণ না একজন হাঁটু গেড়ে অচেতন হয়ে পরে তখন অন্যজন বাহু আকাশে তুলে আগের চেয়ে আরো উগ্রভাবে নাচতে থাকে”।

কতবার চাঁদের দ্বৈত আকৃতি যুগল নাচের ভিত্তি তা বলা কঠিন, ঘটনার মধ্য দিয়ে বোঝা যায় যে, আধ্যাত্মিক বা নাক্ষত্রিক মূল শিল্পউপাদান অন্য কিছুর চেয়ে পর্যটকদের দৃষ্টি এড়ায়ে গেছে এবং নাচুয়েগণ নিজেরাই তা ভুলে গেছে।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

দ্বিতীয় মূল শিল্পউপাদন- লিঙ্গের জুটি বাঁধা হল জনগোষ্ঠীতে বংশবৃদ্ধি এবং প্রকৃতিতেও সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিস্তৃত। এ ব্যাপারে আমরা আগেই অনেক কিছু বিস্তারিত বলে এসেছি। কিন্তু যুগল নাচ অনুকরণাত্মক, সৃজনশীল কৃষ্টিতে সীমাবদ্ধ না।

যখন কল্পনাহীন নাচুয়েগণ যুগল নাচের গঠনশৈলী ব্যবহার করে তারা অকৃত্রিম ও সরলভাবে একসঙ্গে আসে। তাদের কোন যৌনক্রিয়ার নির্দিষ্ট কোন পর্যায় প্রতিনিধিত্ব করার কোন রকম অভিপ্রায় থাকে না।

উত্তর-পশ্চিম ব্রাজিলের গোলক নাচে প্রত্যেক পুরুষ তার ডান হাত নারীযুগলের কাঁধে রাখে এবং প্রজনন-ক্ষমতা আনতে সক্ষম আড়াআড়িভাবে স্থাপিত বাঁশি ফু দিয়ে লিঙ্গ আকৃতি ফাঁপায়; বৃষ্টির নাচে মগোগোগণ নারী নাচুয়ের কাঁধ দুই হাত দিয়ে ধরে; এবং পূর্ব- আফ্রিকার কেনিয়ার নারীগণ আগুনের চারদিকে আস্তে মিছিল সহকারে তাদের পুরুষ যুগলের পায়ের উপর দাঁড়ায় এবং খুবই দৃঢ় আলিঙ্গনে ধরে রাখে।

তিন নাচয়ের গঠনশৈলী বিশেষ ধরনের একজন পুরুষ দুইজন নারীর মাঝে অথবা একজন নারী দুইজন পুরুষের মাঝে-যা এরই মধ্যে আলোচিত হয়েছে।

পূর্ববর্তী বিভাগে তারিখসহ আমরা যুগল নাচের অকৃত্রিম গঠনশৈলীতেও উদ্যোগ নিয়েছি— যা পুরুষ ও নারী প্রয়োগিত হয়েছে। আমাদের উপসংহার ছিল এটা মধ্য ও উচ্চ কৃষ্টির স্তরের সীমারেখায় প্রতিষ্ঠিত হবে সেখানে দেখা যাচ্ছে পুরুষের মধ্যে যুগল নাচ সামাজিক পদমর্যাদায় আদিম কৃষ্টির স্তরে পৌছে যেমন ব্রাজিলের প্রেইসিগণের মধ্যে এবং মধ্য- অস্ট্রেলিয়ানদের মধ্যে।

প্রায় সব যুগল নাচই “উন্মুক্ত” : নাচুয়েদের মধ্যে একে অপরের সঙ্গে কোন প্রত্যক্ষ যোগাযোগ থাকে না অথবা তারা হয়ত একে অপরকে খুব বেশী হলে এক হাত দিয়ে স্পর্শ করে। ক্লোজ বা “জরাজরি” যুগল নাচ, সেখানে দুইহাতেই যোগাযোগ থাকে, তবে খুব কমই অনুষ্ঠিত হয় এবং সেটা পরবর্তী কালে এসেছে।

 

যুগল নাচ

 

আমরা এইমাত্র মাগোগো কেনিয়ানগণের কাছে রেফার্ড হয়েছি, এখানে আমরা আর একটা তৃতীয় উদাহরণ যোগ করতে পারি তা হল রোডেশিয়ার লাম্বা যা এমনকি আরো পূর্ববর্তী কৃষ্টির স্তরের প্রতিনিধিত্ব করে। ইউরোপীয়ানদের মত ক্লোজ (জরাজরি) ঘুরা নাচ মনে হয় আদিম লোকজন প্রয়োগ করত না।

আরও দেখুনঃ

Leave a Comment