মূল্ভাব ও ধরন এর সূচনা নাচ

আমাদের আজকের আলোচনার বিষয় – মূল্ভাব ও ধরন এর সূচনা নাচ।যা “সারা বিশ্ব জুড়ে নাচ” খন্ডের অন্তর্ভুক্ত।

মূল্ভাব ও ধরন এর সূচনা নাচ

 

মূল্ভাব ও ধরন এর সূচনা নাচ
মূল্ভাব ও ধরন এর সূচনা নাচ

মূল্ভাব ও ধরন এর সূচনা নাচ কল্পনাপ্রবণ টাইপের মধ্যে সেই একই সাধারণ ক্যাটাগরীর মধ্যে আছে, সামরিক প্রদর্শনীর নাচও এর আওতায় পরে । প্রজনন ও উৎপাদন ক্ষমতা, যাদুমন্ত্র এবং হর্ষোৎফুল্ল চক্রে শিক্ষানবীসদের সঞ্চালন করা হয় না।

কিন্তু অনুকরণাত্মক যৌনক্রিয়া পরিবেশনে অথবা কামুক দেহভঙ্গিমায় শিক্ষানবীসদের সঞ্চালন করা হয়। মধ্য অস্ট্রেলিয়ায় ছেলেদের খৎনায় নারীগণ বাহু নমনীয় করে এবং চিত্তাকর্ষক ভঙ্গীমায় পুরুষদের দিকে আঙ্গুলের ঈশারা করে নাচে। আমরা জার্মানীর ঈশারা- নাচ স্মরণ করতে পারি যাতে নারীগণ বলে :

আমার কাছে এস আমার কাছে,

আমি কত একাকী!

ব্রাজিলের উত্তর-পূর্ব অঞ্চলের এপলাই ছেলেরা তীর, ধনুক ও বাঁশী, লিঙ্গাকৃতির বাদ্যযন্ত্র অথবা পুরুষেরা ইচ্ছা করলে বল্লম নিয়ে আরো অধঃগতিসম্পন্ন নাচ নাচে। এটা ভবিষ্যতে যোদ্ধার পেশা নেবার সূচনা করে এইরূপ ব্যাখ্যা হালে পানি পাবে না তবে সত্যিকার ব্যাপার হল যুদ্ধ-নাচ মেয়েদের উৎসবাদিতে পরিবেশিত হয়।

আরো অধিক যৌন মূলশিল্প উপাদান হল জনসাধারণের প্রদর্শনী। বিবস্ত্র না সম্ভবতঃ পূর্ব আফ্রিকার মাকুয়াদের মধ্যে মেয়েদের সূচনাতে অধিকাংশ অংশগ্রহণকারী হঠাৎ তারা তাদের সমস্ত কাপড় বর্জন করে এবং সেটা নির্দিষ্ট ধরনের হর্ষোল্লাস হতে পারে যা বাইবেলে সম্পূর্ণ ভিন্ন পরিপ্রেক্ষিতে বর্ণনা করা আছে।

আত্মা অলৌকিকভাবে গড় সিজ করে, তার সমস্ত পোষাক বিবস্ত্র করে এবং সামুয়েলের পূর্বে ভবিষ্যৎ বক্তায় রূপান্তর হয়। কিন্তু মূলশিল্পউপাদান সম্ভবতঃ নগ্নতা এবং যৌন অংশ প্রদর্শন। ক্যালিফোর্ণিয়ার জুয়ালিওনোদের মধ্যে বালকদের সূচনাতে একজন নারী নগ্ন হয়ে নাচে এবং অনুরূপ অনুষ্ঠানে রোডেশিয়ায় সমস্ত নারী পুরুষ নগ্ন হয়। নাউরু মার্শাল দ্বীপপুঞ্জে সর্দারের মেয়ের প্রথম রজঃদর্শন উপলক্ষ্যে নাচ-উৎসবে পুরুষ ও নারীগণ তাদের ঘাসের স্কার্ট সামনে পিছনে উপরে তুলে ধরে একে অপরকে তা প্রদর্শন করে।

যদি এই সকল নাচের লক্ষ্য যাদুর চেয়ে বার বার কোন একটা নির্দেশ (শিক্ষা সংক্রান্ত) হয়ে উঠে, আমাদের একটা ব্যাখ্যার প্রয়োজন হতে পারে, যতদূর সম্ভব বিকাশিত যুক্তিবাদ এবং মিতাচারী অনুকরণ পটু নাচুয়ে লোকজন এবং সম্ভবতঃ আরো ক্রমাগত অবশ্যম্ভাবিক অধঃগতি এবং পবিত্র ও আধ্যাত্মিক ভাবে বিচ্ছিন্নতা কারণ হতে পারে।

বয়ঃপ্রাপ্তির সময় (যদিও এটার প্রয়োজন নাই সেটা ছেলে হউক বা মেয়ে হোক) যুবক যুবতীকে যৌনাঙ্গ সম্পর্কে “জ্ঞাত করা হয়” এবং প্রয়োজনীয় দেহভঙ্গীমা শিক্ষা দেওয়া হয়। বিশেষ করে আফ্রিকান উপকূলের জাতিদের মধ্যে আবার অপবিত্রকরণও সর্বোচ্চ মাত্রায় বেশী। পূর্ব-আফ্রিকার বিভিন্ন বিভাগে নাচ মেয়েদের সূচনায় (আরাম্ভ করার সময়) পেট ও পাছা ছন্দ-বদ্ধ দেহভঙ্গীমা করার শুধুমাত্র একটা শিক্ষা ।

কিন্তু একমাত্র যৌনক্রিয়া তবুও পুরুষ করেনা। যুবকদের দাবীতে প্রাপ্ত বয়স্কদের দলে গ্রহন করা হয়। সুতরাং নিউগিনির পটসড্যাম নৌঘাঁটির মনুমবো পুপুয়ার পুরুষেরা “আগামীতে ছেলেরা কি মনে মনে চাবে (মনোভাব পোষণ করবে) তা নাচের মধ্যে বর্ণনা করে”।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

(১) তারা অবশ্য প্রায় লিয়েনের বৃত্ত পুরুষাঙ্গে প্রবিষ্ট করায়ে উত্তেজিত করে, (২) নারীগণ যেন দেখতে না পায় এমনভাবে অত্যন্ত সন্তর্পে তারা অবশ্যই চুরি করবে। (৩) মাছ ধরা বড়শি দিয়ে অবশ্যই সন্তর্পে মাছ ধরবে। (৪) তারা অবশ্যই সচ্ছন্দে নারিকেল নামাবে ও তার দুধ খাবে, (৫) তারা অবশ্যই সুন্দর করে লগি এবং মই দিয়ে রুটি-ফল (দক্ষিণ সাগর দ্বীপের গাছ) নামাবে (৬) তারা অবশ্যই নারীদের আনন্দঘন পরিবেশে রাখবে (৭) তারা অবশ্যই নারীদের গোছলের দৃশ্য অত্যন্ত গোপনে পর্যবেক্ষণ করবে”

কিন্তু এটা আমার কাছে একক বৈশিষ্টের মনে হয়েছে তা অবশ্যই আদিম রূপে চিহ্নিত করে বিচার করাতে গেলে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে–যদি “আদিম” শব্দটি সকল পশ্চাৎপদ জনগোষ্ঠির ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে ।

মৃত্যুর ক্ষমতায় কাছে জীবনের আকর্ষণ বহির্মুখী কৃষ্টি বিরুদ্ধাচারণ করে। দিগ্বিজয়ী বীরের স্থানে নতুন জীবনের কামর তারা বংশ পরস্পরায় ক্রমাগত নাচ করে। এটা সেই একই ধারণা যেটা একদা পুরাতন পাথর যুগে ইউরোপীয়ানদের গিরিমাটিতে শব কবর দিতে পথ দেখাত যাতে বায়ুবীয় জীবনের যাদুর রং মৃতের অভিশাপ ভাঙ্গবে। অন্ত্যেজিয়ার আচার যৌন-উন্মাদনায় পর্যবসিত হয়ে পরে।

ক্যামেরুনের প্যানগউইদের নাচের সর্দারদের অবশ্যই তাদের লেডটি উ ঘুরায়ে যৌনস্থান প্রদর্শন করতে হয় এবং ইয়াপ দ্বীপে যুবতীর মৃত্যুর নাচে নারীদের যৌনাঙ্গ উন্মুক্ত করার জন্য ে স্কার্ট প্রচন্ড ক্ষিপ্রতার সঙ্গে অবশ্যই আকাশে ছুড়তে হয়।

সর্দারের শবখাটিয়ায় ইয়াপের নাচ খোলাখুলি ভাবে কাম নকশা বলা যায়, অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানকে অনুসরণ করে কমবেশী নাচ পরিত্যাগ করা হয়েছে প্রায় সত্যিকারভাবে সময় অন্ত্যেষ্টিক্রিয়ার পরবর্তী কৃষ্টির দক্ষিণ আমেরিকা পারহয়ে পলেনেশিয়া, মাইক্রোনেশিয়া এবং আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জ পর্যন্ত ব্যাপ্ত।

 

মূল্ভাব ও ধরন এর সূচনা নাচ
মূল্ভাব ও ধরন এর সূচনা নাচ

 

এমনকি এই মূল শিল্প উপাদান অগ্রবর্তী কৃষ্টির নতুন মিশরীয় রাজবংশে সঞ্চালিত হয়েছে : কায়রো যাদুঘরে সাক্কারা থেকে প্রাপ্ত প্রাণবন্ত চিত্রে দেখা যায় দুইজন যুবতী হাতে খটখটি নিয়ে অন্ত্যেষ্টিক্রিয়ার শোভাযাত্রায় নেতৃ দিচ্ছে তাদের কাছে একদল নারী খুবই পাতলা পোষাক পরা গভীর যৌনআবেদনময়ী দেহভঙ্গিমায় গোল হয়ে ঘিরে জাম্বুরী সহ হাত উপরে তুলে আছে (প্লেট-৯)। বাহ্যিকভাবে সবসময় লিঙ্গ-প্রতীক অন্ত্যেষ্টিক্রিয়া-নাচ পুরাতন মিষীয় বৃদ্ধি পরবর্তীকালের সমান সমান।

আরও দেখুনঃ

Leave a Comment