Site icon Dance Gurukul [ নৃত্য গুরুকুল ] GOLN

অঙ্গ ভঙ্গির প্রধান অক্ষর সমূহ

অঙ্গ ভঙ্গির প্রধান অক্ষর সমূহ

আমাদের আজকের আলোচনার বিষয় – অঙ্গ ভঙ্গির প্রধান অক্ষর সমূহ।যা “যুগ যুগব্যাপী নাচ” খন্ডের অন্তর্ভুক্ত।

অঙ্গ ভঙ্গির প্রধান অক্ষর সমূহ

 

 

প্রধান অক্ষর সমূহঃ পনের ও ষোল শতাব্দীতে ইটালী ও ফ্রান্সের লেককগণ একই অক্ষর ব্যবহার করেন প্রধান অঙ্গভঙ্গিগুলি চিহ্নিত করতে :

b= branle

R-reverenz

T = ripresa dimarche

C=continenza conge

S = একক ধাপ

এই নাচের পাণ্ডুলিপি (স্বরলিপির) জন্য অক্ষরের সিষ্টেম স্পষ্টতঃ সবচেয়ে পুরাতন না । কারভেরার পৌরসভার আর্কাইভজ (সেরেস্তাখানা) এর মধ্যে পনের শতাব্দীর দ্বিতীয়ার্ধের একটা পৃষ্ঠায় স্পেনীয় নাচের স্বরলিপি সংরক্ষিত আছে। পাঁচটি প্রতীক ব্যবহৃত হয়েছে।

এই পাঁচটি প্রতীকের তর্জমা করা কঠিন না। পাতাল করে আড়াআড়িকে এর অবস্থান থেকে শুরুতেই ব্যাখ্যা করা যাবে, d প্রতীকের পাশাপাশি স্থাপনের জন্য প্রকাশ করে একটা লম্বা ধাপ দেয়া দুটা ছোট ধাপের মাঝে এবং “z” এর মত প্রতীক “r” এর মত ব্রাসেলস পান্ডুলিপির মতই উল্লেখযোগ্য।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

দুটা খাড়া লম্বালম্বি টান হয়তবা সহজেই এর সঙ্গে চিহ্ন-২ দ্বিধাগ্রস্থ হবে। পূর্বসূত্রের মধ্যে তাদের অবস্থান অবশ্য এক্সপার্টের প্রতি নির্দেশ করে যে তারা “b”র জন্য আছে। একই ভাবে দুটা পাতালমুখী রেখা নির্দেশ করে একক ধাপ * চিহ্ন-৩. আমরা লক্ষ্য করি যে, প্রতীক দেয় একটা চিত্রানুরূপ পদক্ষেপের প্রতিফলন।

পাতালমুখী রেখাগুলি প্রকৃতিগতভাবে অঙ্গভঙ্গির দিকনির্দেশনার কথা বলে। এইরূপে একক ও ডবল পদক্ষেপে চলে পাতালমুখী এবং branle পার্শ্বের পদক্ষেপ হয় খাড়াভাবে “3” ও অঙ্গভঙ্গির গঠনশৈলী পুনঃ উপস্থাপন করে এবং আমাদের জন্য সহায়ক হয় demarchaৱ দুর্বোধ্য ধারণা সুস্পষ্ট করতে।

 

 

এই প্রতীক বিশেষভাবে প্রয়োজনীয় কেননা এটা চিত্র পাণ্ডুলিপি ও অক্ষর পদ্ধতির মধ্যবর্তী সংযোগকে বিশদরূপে বিবৃত করে। এই সম্পর্কের মধ্যে অক্ষর পদ্ধতি শুধুমাত্র হতে পারে গৌণ সদস্য। অঙ্গভঙ্গির সময় মূল্য ঃ একক অঙ্গভঙ্গিতে ইটালী ও ফ্রান্সে নির্দিষ্ট সময় ভাগ করে দেওয় হয়। বারগানডিতে একক ছিল NOTE ইটালিতে TEMPO. দুইজন তাত্ত্বিকের কাছ থেকে আমাদের কাছে এটার প্রমাণ আছে, একটা পনের শতাব্দীর অন্যটা ষোল শতাব্দী থেকে :

Ogni tempo si disude in quatro parti (CORNAZANO)

Quaelibet Longa fit ex quatuor semibreuibus (ARENA)

এই সব উভয় রেফারেন্স অনুমোদিত ও সংযোজিত থোইন্ট আরবিউর Orchesographie র মধ্যে basse danse থেকে নেওয়া : পদক্ষেপের একক সমান হয় এক লম্বা অথবা চার সেমি-ব্রিডস। এইরূপ আমাদের আছে।

আরও দেখুনঃ

Exit mobile version