আমাদের আজকের আলোচনার বিষয় – নাচের ফরাসি প্রতিশব্দ।যা “যুগ যুগব্যাপী নাচ” খন্ডের অন্তর্ভুক্ত।
নাচের ফরাসি প্রতিশব্দ
Assiette=পিছনে ফিরার ভাবভঙ্গি
Branle=যেমন পনের শতাব্দীতে ছিল।
Cadence=উচ্চ লম্প ঝম্পের সঙ্গে চূড়ান্ত অবস্থান নেওয়া।
Capriole=বেন্ড (plie) থেকে উচ্চ লম্পঝম্পের সঙ্গে শূন্যে একটা অঙ্গভঙ্গি যা পরবর্তী অবস্থান ইঙ্গিত দেয়।
Conge=Branle.
Conversion=হলের শেষ প্রান্তে ফিরে আসা, যাতে ভদ্রমহিলা সামনে চলে এবং ভদ্রলোক পিছনের দিকে যতক্ষণ পর্যান্ত পালা শেষ না হয়।
Decoupement=দ্বিগুণ পদক্ষেপের হ্রাস।
Demarche =যেমন পনের শতাব্দীতে ছিল।
Enteretaille=পা তোলা, pled en L air. যাতে ভার রাখা পা চলাচল করে অথবা পার্শ্বে লাফায় যে পা তোলা হয়েছে সেই স্থানে।
Fleuret deux minimes noires & Vne blanche, sur lesquelles le danceur fait deux pieds en L’air & vne greue sans petit sault s appellet fleuret.
Fleuret. ষোল শতাব্দীর ফরাসী চর্চা অনুসারে, সুতরাং প্রত্যেক পা অল্প কিছুক্ষণের জন্য তোলা ঊর্ধ্বতালের উপর, সঙ্গে সম্মুখে ধাক্কা নিম্নভালের প্রথমটির উপর : * (স্বরলিপি-১৪)

Grue,পুরান বানানো grev অর্থ “কেন”, হল খুব সাধারণ পায়ের সম্মুখে ধাক্কা দেয়া, দৃশ্যতঃ ১৯ পৃষ্ঠায় পুরান পা ধাক্কা দেয়াটার আধুনিককরণকৃত দরবারী-বুর্জোয়ায়। প্রকৃত-পক্ষে গ্রীকগণ এমনকি উত্তর-পূর্বে আফ্রিকার সিটিলিকু (Schilluk) গণ আজকের রাশিয়ান (zuravlj) নাচের পদক্ষেপ সারসপাখির হাঁটা থেকে গ্রহন করে থাকে ।
Hachure=decoupement.
Marque Pied,=দাঁড়ান পায়ের কাছে আলগা পায়ের অগ্রভাগ টেনে তুলা।
Marque talon=দাঁড়ান পায়ের কাছে আলগা পায়ের গোড়ালী টেনে তুলা।
Pas double Pas simple=যেমন পনের শতাব্দীতে।
Pied croise=যেমন পনের শতাব্দীতে।
Pieds Joints=হাঙ্গেরীয়ান লোক নাচের মতই উপরে তোলা পা দাঁড়ান পায়ের মালাইচাকা অতিক্রম করে যায়।
Pieds Largis=ডান কোনায় পা রেখে তার সমান ভাগে ভাগ করে রাখা (প্রথম পজিশন) :P.J
oblique, সেই একই রকম তার অসমান করে।
P.L. oblique= সেই একই রকম তার অসমান করে।
Position, Polture=পা জোড়া ছড়ান তার সমান ভাগে ভাগ করে রাখা (দ্বিতীয় পজিশন)।
Reprise=সেই একই রকম ভ এক পা নিয়ে সামনে অবস্থান নেওয়া (পরবর্তীতে চতুর্থ পজিশন)
Reverence=পনের শতাব্দীর repriseর বিপরীতে = movimento. পাড়ান পায়ের পিছন দিয়ে আলগা পা চতুর্থ পজিশন থেকে চালানা কর মহিলা উভয় হাঁটু অল্প একটু নতজানু করে অভিবাদন করে।
passagere = riverenza minima.
এরেবারে পিছনে পা ধাক্কা মারা। Theodore de BRY এর ছাপচিত্রে
Ruade=(প্লেট-২৪) তার একটা সুন্দর বিবরণ দেয়া।
Ru de Vache=পার্শ্বে দিকে পা ধাক্কা মারা।
আরও দেখুনঃ