আমাদের আজকের আলোচনার বিষয় – মিনউটের যুগের অঙ্গ ভঙ্গি।যা “যুগ যুগব্যাপী নাচ” খন্ডের অন্তর্ভুক্ত।
মিনউটের যুগের অঙ্গ ভঙ্গি
Balance, BUvjxq bilanciato, স্পেনীয় balanceado Valanceado, পার্শ্বে ধাপ দেয় কাছে দূরে অথবা সম্মুখে ও পিছনে সঙ্গে প্রথম পা থেকে দ্বিতীয় পায়ে ভর পরিবর্তন করা। উপরে উঠে যায় যাতে উভয়ে শূন্যে একত্রিত হয়। Battement, battuo batido, দাঁড়ান পায়ের উল্টাদিকে উপরে তোলা পা আঘাত প্রাপ্ত হয় বা সামনে বা পিছনদিকে ক্রস করতে আঘাত করে, পরবর্তী অঙ্গ ভঙ্গিটি Pied Croise র সমরূপ ।
Bilanciato badance
Cadente = tombe
Caido = tombe
Campanela স্বাধীন পায়ের অর্ধবৃত্তের স্পেনীয় নাম। Chasse, scacciato, sacado, সাধারণতঃ শুন্যে উপরে তুলে পার্শ্বে ধাপ দেয়া ও নির্দেশনা আরো বৈপরীত্যময়। Contretemps, Contrattempo, Contratiempo বেন্ডকরা ধাপে (dericoupe) দাঁড়ানপায়ে একটা লাফ নেয়া হয়, যখন মুক্ত পা সামনে পিছনে দ্রুত নিক্ষেপ করা হয়।
লাফানর পরে ডাউনবিটে মেঝে স্পর্শ করা Cortado=Coupe.k Coupe, tronco, Cortado, বেডকরা ধাপ একটা সোজাসুজি ধাপ অনুসরণ করে অথবা একটা গড়ায়ে যাওয়া। শরীর আবার ডাইবিটে সোজারাখা হয়।

Fleve, rialzato, হাঁটু প্রসারিত করা, সম্ভবত পনের শতাব্দীর ondeggiando ? Entrechat (capriola ). intrecciata, “বুনন” লম্প-ঝম্প দিয়ে শূন্যে পা দিয়ে দ্রুত বার বার ক্রস করা Fleuret, Fioretto, floreo একটা বেন্ড ধাপ পায়ের আঙ্গুলের অগ্রভাগের (fioretto semplice) উপর দুটা ধাপ অনুসরণ করে, বেন্ড করা খাপ ও পরিবর্তন করা ধাপ (foretto iscacciato) অথবা বেন্ড করা ধাপ mezzo gittato সঙ্গে দুটা একক ধাপ (fioretto in gittato), অঙ্গ ভঙ্গি হয়ত সম্মুখে, পিছনে ও পার্শ্বে যেতে।
Gittato = jete.
Glissade, sdrucciolata, পার্শ্বের দিকে ভাসান।
Glisse, sdrucciolo, ভাসান ধাপ। Se glisser
signifie un pas tres-lent (ভাসান অর্থ একটা খুব ধীরে ধাপ)। Intrecciata = entrechat
Iscacciato = Chasse
Jete, gittato, echado, বেন্ড করা ধাপ সঙ্গে দাঁড়ান পায়ে লাফান। এটার সময়ের মাপের অর্ধেক চলবে।
Mouvement, movimento, সংযুক্তস্থলের প্রসারণ। Mouvement du cou de pied (Lvuov Coup de pied! bq), পা উপরে তোলা ও নামান; mouvement du genou, হাঁটু সম্প্রসারণ, mouvement de la hanche, কোমড় সম্প্রসারণ। বিউক্যাম্প (Beauchamp) থেকে যিনি প্রথম নিজেকে বাহুর অবস্থান সম্পর্কে উদ্বিগ্ন রেখে ছিলেন এবং কিছু নিয়ম-নীতি প্রবর্তন করে, বাহুর ভঙ্গিমাও পার্থক্যকরা যায়। যে ধাপগুলি প্রধানতঃ পায়ের পাতার সম্প্রারণ সেগুলি কব্জীর সম্প্রসারণের সঙ্গে চলে;
যেসমস্ত ধাপ হাঁটুর সংযোগের দ্বারা পরিচালিত হয় কুনইয়ের ভঙ্গিমা বলে ডাকা হয়, pas tombes কাঁধের সহযোগী ভঙ্গিমার দাবী রাখে। এই সমস্ত ব্যাপারে বাহু স্বাধীন ভাবে ছড়ান যায় যাতে করে হাত দুটা মধ্যচ্ছন্দার লেভেলে রাখা যায়। Pas Compose, কতকগুলি ধাপ একত্রিত করা হয়েছে এবং এর অনেকগুলি দিয়ে রচিত। Pas Simples আর গড়ান ধাপ না কিন্তু প্রতিটি দলবদ্ধ ধাপের একক ধাপ।
Piegato = plie বেন্ডকরা ধাপ।
Pirouette, pirueta = লাট্টুর মত ঘুরা। Releve = eleve
Sacado = Chasse
Saut, salto = লম্প-ঝম্প, ফিরতিটি ডাউনবিটে আসে।
Scacciato = Chasse Sdrucciolata = glissade
Sdrucciolo = glisse
Sfuggito, উভয় পায়ে ভাসায়ে যাওয়া
Temps, tempo tiempo = একদলবদ্ধ ধাপ ক্রমান্বয়ে পুনঃপুনঃ করা হয়। Tombe Cadente, caido, পায়ের অগ্রভাগের অঙ্গুলের অবস্থান থাকে পা নামান। যদি বেন্ড করা ধাপ দিয়ে অনুসরণকরা হয় তবে এটাকে বলে pas tombe pas de gaillarde Tricote, প্রথম গণনায় ডান পা পঞ্চম পজিশনের বাহিরে যেয়ে বাম পায়ের পিছনের গোড়ালী দিয়ে চলে;
দ্বিতীয় গণনায় বাম গোড়ালী তোলা হয় এবং পা ভাসানো অবস্থায় ডান পায়ের পার্শ্বে প্রথম পজিশনে যায়। তৃতীয় গণনায় ডান পা ভাসানো অবস্থায় পঞ্চম পজিশনের বাম পায়ের সামনে যায়; চতুর্থ গণনায় বাম পা অল্প একটু মেঝে থেকে তোলা হয়। উভয় পা সবসময় একত্রে একত্রিত করা হয়।
আরও দেখুনঃ